ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫,
সময়: ০৮:৩৮:১৫ PM

বিএনপি’র ৩১ দফায় সংস্কারের কথা আছে:রিজভী

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
11-07-2025 03:43:11 PM
বিএনপি’র ৩১ দফায় সংস্কারের কথা আছে:রিজভী

বিএনপি কখনোই সংস্কারের বিরুদ্ধে কথা বলেনি, বরং তারা সবসময় সংস্কারের পক্ষেই কথা বলেছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার (১১ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এ সময় রিজভী বলেন, ‘আপনারা যেসব সংস্কারের কথা বলছেন, আমাদের ৩১ দফায় তার অনেক কিছুই অন্তর্ভুক্ত আছে। এমনকি জুলাই সনদের অনেক বিষয়ও আমরা গ্রহণ করেছি। তবে এটিকে মূলনীতি হিসেবে গ্রহণ করতেই হবে, এই ধারণা সঠিক নয়। ’ সময়ের সঙ্গে সঙ্গে দেশে-বিদেশে আরও সংস্কার আসবে বলেও তিনি জানান।দীর্ঘদিন ধরে বিএনপি একটি বৃহত্তর আদর্শের পক্ষে সংগ্রাম করে আসছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমরা মানবিকতা, সাম্য, ন্যায়বিচার ও আইনের শাসনের জন্য লড়াই করছি। এই আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন চিরায়ত ও খাঁটি গণতন্ত্র। আমাদের এই লড়াই মূলত জনগণের ওপর, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। ’

দেশের অর্থনীতির করুণ অবস্থা চলছে জানিয়ে রিজভী বলেন, ‘সামনে সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হয় কি না, এটা এখন মানুষের মনে মনে। অসংখ্য গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছে। যদি আমরা দুর্ভিক্ষের আলামত দেখতে পাই, শুনতে পাই, তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দেবে না। ’

বিএনপির এই নেতা বলেন, ‘যেসব দোসর হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে, তাদের সঙ্গে নামমাত্র কিছু প্রতিষ্ঠান জড়িয়ে পড়লেও, সরকার চাইলে সহজেই এসব প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিয়ে সেগুলো পরিচালনা করতে পারে। গার্মেন্টস শিল্প যেন বন্ধ না হয়, সেজন্য প্রয়োজন হলে সরকার নিজেই এগিয়ে আসতে পারে। যারা দোষী, তাদের বিচারের আওতায় আনুন, কিন্তু শ্রমিকদের জীবন-জীবিকা যেন ধ্বংস না হয়। ’

এ সময় দেশে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি বলেও তিনি মন্তব্য করেন। কর্মসংস্থান বাড়ানো না গেলে জনগণের ক্ষোভ থেকে কেউই রেহাই পাবে না বলেও জানান তিনি।