ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫,
সময়: ০৪:০০:৪৪ AM

"সংসদে হামলার ইতিহাস আওয়ামী লীগেরই"

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
11-07-2025 04:52:09 PM
"সংসদে হামলার ইতিহাস আওয়ামী লীগেরই"

গণতন্ত্রের স্বার্থে এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে জাতি যখন অগ্রসর হচ্ছে, তখন কেউ যেন সেটিকে বাধাগ্রস্ত না করে—এমন আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল।তিনি বলেন, জাতীয় সংসদে হামলার ইতিহাস আওয়ামী লীগেরই। এ দলটাই জাতীয় সংসদকে অপবিত্র করেছে। সংসদকে আঘাত করা আওয়ামী লীগের পেশা এবং নেশা।শুক্রবার (১১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।আলাল বলেন, “গতকাল বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ‘জুলাই অভ্যুত্থানে’ গণহত্যাকারী ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে স্বীকার করেছেন যে, গণহত্যা চালানোর জন্য তিনিও দায়ী এবং তিনি শেখ হাসিনার কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। এখন তিনি রাজসাক্ষী আর শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসামি।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ধ্বংস করছে। বর্তমান সরকার তো আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। অথচ শেখ মুজিব তো দলটিকে পুরোপুরি বিলুপ্ত করে গিয়েছিলেন—মেরে, হত্যা করে গিয়েছিলেন। বাকশাল গঠন করে আওয়ামী লীগকে ধ্বংস করে গিয়েছিলেন তিনি। সেই আওয়ামী লীগকে কবর থেকে তুলে এনে জীবন্ত করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। আমরা সেই দলের রাজনীতি করি। আমরা সংসদকে শ্রদ্ধা করি, শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে থাকি।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, “আমরা বহুদলীয় গণতন্ত্রের পক্ষে। আর আওয়ামী লীগ উল্টো পথে হাটে—সংসদকে অপবিত্র করার পক্ষে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করার পক্ষে। ক্ষমতা ধরে রাখতে হলে গণহত্যাসহ যা কিছু প্রয়োজন, তারা তা-ই করতে পারে।”

এনসিপিকে উদ্দেশ করে আলাল বলেন, “আমার সন্তান বা তার পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরুব্বিদের মতো কথা বলে, তাহলে সেটা বেমানান। দয়া করে সংযত হোন। আমরা যে গণতন্ত্র ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে হাঁটছি, সেখানে যেন কেউ বাধা সৃষ্টি না করে।”

প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নবীন দলের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।