ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫,
সময়: ০৪:৪২:১০ AM

শাহবাগ মোড়ে অবস্থান স্বেচ্ছাসেবক দলের

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
15-07-2025 09:51:19 PM
শাহবাগ মোড়ে অবস্থান স্বেচ্ছাসেবক দলের

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ‘ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এবং সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ এই কর্মসূচি পালন করছেন তারা।বিক্ষোভ মিছিল নিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করেন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এর আগে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল। সমাবেশ শেষে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব–উন–নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।