ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫,
সময়: ১১:৪৭:২২ PM

গর্ত থেকে হাসিনার সম্পত্তি বের হচ্ছে:রিজভী

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
18-07-2025 08:54:55 PM
গর্ত থেকে হাসিনার সম্পত্তি বের হচ্ছে:রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে সোনার খনি মনে করেন। এই খনি থেকেই তার ছেলে, মেয়ে, ভাগনে-ভাগ্নি ও ঘনিষ্ঠজনরা বিদেশে টাকা পাচার করছেন।অথচ তিনি একসময় কাঁদো কাঁদো গলায় বলতেন—‘আমার কোনো সহায়-সম্পত্তি নেই। ’ এখন দেখা যাচ্ছে, ইঁদুরের গর্ত থেকেও তার সম্পত্তি বের হচ্ছে—একটার পর একটা। ঢাকার পূর্বাঞ্চলে ৬০ কাঠা জমি রয়েছে পুতুল, জয়, ববি ও আরও আত্মীয়-স্বজনদের নামে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বরিশালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে কালোব্যাজ ধারণ ও শোকর‍্যালি-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, গোপালগঞ্জ যদি দেশের ভেতরে না হতো, তাহলে এনসিপির ওপর আক্রমণ কীভাবে হতো? শেখ হাসিনা পাশের দেশে থাকেন। তিনি বাংলাদেশে শান্তি, স্বস্তি বা গণতন্ত্র চান না; চান রাজত্ব। যারা তার বিরোধিতা করবে, তাদের রক্ত আর লাশ চান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বাংলাদেশকে সোনার খনি মনে করে শেখ হাসিনা লোভ সংবরণ করতে পারছেন না। এজন্যই প্রয়োজনে রক্ত ঝরাতেও তিনি দ্বিধা করেন না। তিনি বাইরে পালিয়ে থাকলেও এসব ঘটনা ঘটিয়ে চলেছেন।

গোপালগঞ্জের ঘটনায় এনসিপিকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনারা একটি দলের প্রধানকে অপমানসূচক কথা বলেছেন। আমরা রাগ করে বসে থাকিনি। বিএনপির পক্ষ থেকে প্রকৃত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে। কিন্তু আপনারা বিভ্রান্তিকর ও অনভিপ্রেত কার্যকলাপ করছেন।

ড. ইউনূস প্রসঙ্গে রিজভী বলেন, আমরা জানি, ড. ইউনূস টাকা বা সোনা পাচার করবেন না, দুর্নীতি করবেন না। দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে আমরা মনে করি।

বর্তমানে দ্রব্যমূল্য বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, শাক-সবজি, কাঁচামরিচের দাম বেড়েছে—এ নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু আমরা করছি না। কারণ আমরা আন্তরিকতা দেখতে পাচ্ছি। তবে যদি কোনো রাজনৈতিক দল সরকারের অংশ হয়ে বাড়াবাড়ি করে, তাহলে জনগণ তা মেনে নেবে না।

জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে রিজভী বলেন, আবু সাঈদ, মুগ্ধদের মতো শহীদরা জীবন দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছিল। তাদের আত্মত্যাগ মহিমান্বিত। শেখ হাসিনার র‍্যাব, পুলিশ, সোয়াট বাহিনীর গুলিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন দিয়েছে—এটা কোনো ফ্যাসিস্টের দেশ নয়।

তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবনে শুধু গণতন্ত্র উদ্ধারের জন্য লড়াই করেছেন। এরশাদের সময় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। পরে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেন, যার প্রতিবাদ করতে গিয়ে খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল।

তারেক রহমান প্রসঙ্গে রিজভী বলেন, ছাত্রদের কোটা আন্দোলনের পটভূমি ও মাঠ প্রস্তুত করেছিলেন তারেক রহমান। তিনিই চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলেন। ফলে পরিবারের সবাই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার একটি বক্তব্য ভাইরাল হয়েছে—তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছেন, ‘আন্দোলন দমন করতে যা লাগে তাই করো, ওদের যেন আর বের হতে না দেওয়া হয়। ’ অর্থাৎ হত্যার নির্দেশ। এরপরও তিনি পারেননি। ১৬ বছর জনগণের ওপর বর্বর নির্যাতন চালিয়েও তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

রিজভী বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল, ছাত্রদের দ্বারা গঠিত। তাদের ‘মার্চ ফর গোপালগঞ্জ’ কর্মসূচিতে শেখ হাসিনা তার দলীয় বাহিনীকে বলেছেন—তাদের যেকোনো মূল্যে থামাও, প্রয়োজনে ‘দুনিয়া থেকে সরিয়ে দাও। ’

সমাবেশে মিডফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে না গিয়ে কিছু লোক বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। হাজার মাইল দূরে থাকা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে। অথচ খুলনা, চাঁদপুরসহ বিভিন্ন স্থানে সহিংসতার প্রকৃত দোষীদের বিরুদ্ধে কোনো স্লোগান নেই। এই বৈপরীত্যই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

সমাবেশ শেষে বিকেল ৫টায় একটি শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর সদর রোড হয়ে আমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর বিএনপির নেতাসহসহ কেন্দ্রীয় নেতারা।