
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, দেশের নতুন প্রজন্মকে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল সম্পর্কে জানতে হবে। রোববার (৩ আগস্ট) শাহবাগে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন।আমান বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রান্তিকাল ছিল স্বাধীনতা যুদ্ধ। সেই যুদ্ধে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা অন্য কোনো নেতা দেননি।তিনি বলেন, এরপর, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণ জিয়াউর রহমানকে ক্ষমতায় বসায়। এরপর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দেশের হাল ধরেন।তিনি আরও বলেন, বর্তমানে দেশের হাল ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের প্রতিটি স্তরের মানুষকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ করেছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারাও এতে যোগ দেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।