ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫,
সময়: ১১:৫৮:৫৬ PM

জামায়াত আমিরের বাসায় মাওলানা আজহারী

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
16-08-2025 10:03:45 PM
জামায়াত আমিরের  বাসায় মাওলানা আজহারী

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেলেন তুমুল জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (১৬ আগস্ট) বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামায়াত আমিরের বাসায় যান তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম।রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হার্টের সফল বাইপাস সার্জারির পর গত ১২ আগস্ট সুস্থ হয়ে বাসায় ফেরেন ডা. শফিকুর রহমান।জামায়াতের আমির এখন শারীরিকভাবে ভালো আছেন বলে জানান দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।এর আগে গত ৯ আগস্ট সকালে ইউনাইটেড হাসপাতালে ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি করা হয়।সফল অস্ত্রোপচারের পর তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে হাঁটাচলাও শুরু করেছিলেন।