ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০৭:৪০:৫৭ AM

নির্বাচন বানচালের যত ষড়যন্ত্রই হোক রুখে দিতে হবে: নীরব

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
04-09-2025 10:13:51 PM
নির্বাচন বানচালের যত ষড়যন্ত্রই হোক রুখে দিতে হবে: নীরব

দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, ‘বিএনপির কর্ণধার তারেক রহমান দেশে আসছেন। তার নেতৃত্বে দল আগামী নির্বাচনে অংশ নেবে এবং ভোটারদের ম্যান্ডেট নিয়ে বিএনপিই সরকার গঠন করবে, ইনশাল্লাহ।’ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন, কেউ কেউ নির্বাচন ঠেকানোর জন্য চক্রান্ত করছে, যাতে বিএনপি ক্ষমতায় না আসে। তারেক রহমান যাতে ক্ষমতায় না আসেন, প্রধানমন্ত্রী হতে না পারেন। সেজন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।  যত বড় ষড়যন্ত্রই হোক, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। 

নীরব বলেন, আগামী দিনে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে না পারি, তাহলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপদে পড়বে। তাই আসুন ঐক্যবদ্ধ থাকি, বেগম খালেদা জিয়া যেটা চেয়েছিলেন, আমাদের নেতা তারেক রহমান যেটা চেয়েছেন। ১৬ বছরের যে আন্দোলন- সংগ্রাম, রাজপথে যে এতো রক্ত-ত্যাগ, জুলুমের মুখোমুখি হওয়া, সেটা শেষ হতে হবে এবং তা শেষ করতেই ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। 

অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার পর থেকেই আমরা নানা গুঞ্জন শুনছি। আমরা শুনছি নুরের (নুরুল হক নুর) ওপর নির্যাতনের খবর, পিআরের পরিকল্পনা এবং নির্বাচনী ষড়যন্ত্রের নানা ইঙ্গিত। তবে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের ১৮ কোটি মানুষ জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে যাত্রা শুরু করেছে। তারেক রহমানের অকুণ্ঠ সমর্থনেই গণতন্ত্রের পথে অগ্রসর হচ্ছে দেশ। সেই পথ রুদ্ধ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে, তবে তা সফল হবে না।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছে নির্বাচনে অংশ নিলে এ দেশের মানুষ তাদের ভোট দেবে না। বিএনপির গণজোয়ার দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। তবে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’  

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডা: আমানত উল্লাহ, মালেক মাহমুদ রুবেল সহ ব্যবসায়ীক ও রাজনৈতিক নেতা কর্মীরা।