
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোনো অবস্থাতেই ফেব্রুয়ারি মাস অতিক্রম করতে পারবে না। তিনি উল্লেখ করেন, এই সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের জনগণ কোনো ধরনের বিলম্ব বা ভিন্নতা মেনে নেবে না।দুদু বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ পিপলস ফোরামের উদ্যোগে “অনির্বাচিত সরকার নয়, নির্বাচিত সরকার” শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তবে জনগণের প্রত্যাশা স্পষ্ট—গণতন্ত্র চায়। ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর মাত্র তিন মাসের মধ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ নির্বাচন পরিচালনা করেছিলেন, যা প্রমাণ করে দ্রুত নির্বাচন সম্ভব।
দুদু সরকারের উদ্দেশ্যে আরও বলেন, অনির্বাচিত সরকার নয়, যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকার গঠন করতে হবে। যদি মনে হয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, তা বিবেচনা করা যেতে পারে। কিন্তু ফেব্রুয়ারি অতিক্রম করা যাবে না। তিনি বলেন, সরকারের চলন-বলন ও আচরণ জনগণের মনে প্রশ্নের উদ্রেক করেছে, যা নিরসন করা জরুরি।
ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অত্যন্ত বিরল ঘটনা। ইতিহাসের উদাহরণ দিয়ে তিনি ইরানের শাহ এবং শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করেছেন।
দুদু বলেন, বাংলাদেশ গণতন্ত্র ও স্বাধীনতার জন্য লড়াই করেছে। জনগণ গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করবে না। তাই সরকারকে বেশি সময় নেয়া ঠিক হবে না।
তিনি আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, যারা গণহত্যা এবং লুটপাট করেছে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে এবং জনগণের অর্থ ফেরত দিতে হবে।
সভায় বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। আলোচনায় অংশ নেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, ডেমোক্র্যাটিক লীগ এর সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির চেয়ারম্যান মো. সাইদুর রহমান, ডিলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, মনোয়ার হোসেন বেগ, ছাত্রনেতা রফিকুল ইসলাম, বিবি মাসুম, কৃষক দল নেতা মো. শাহিন মোল্লা প্রমুখ।