জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন।শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সভার এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে ভিড়ের মধ্যে কারা কাকে মারছেন, তা স্পষ্টভাবে বোঝা যায়নি।এর আগে বিকেল ৫টা থেকে এনসিপির ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা ইউনিটের অংশগ্রহণে এই সমন্বয় সভা শুরু হয়।