ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫,
সময়: ০৬:০৯:০৩ PM

“মতের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য,:জামায়াত আমির

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
04-11-2025 11:47:55 AM
“মতের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য,:জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র উমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায় বিপুলসংখ্যক নেতাকর্মী।এক প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান জানান, গত ১৯ অক্টোবর তিনি উমরাহ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। তিন দিনের মধ্যে উমরাহ সম্পন্ন করে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রে পৌঁছান। সেখানে আট দিনব্যাপী সরকারি-বেসরকারি পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বলেন, “আমরা প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছি—দেশের মুক্তি আন্দোলনে তাদের অবদান অনন্য। পাশাপাশি আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছি।”

তিনি জানান, প্রবাসী ভোটার নিবন্ধনে সফটওয়্যার জটিলতা ও অতিরিক্ত শর্তের কারণে অনেকেই ভোটার হতে পারেননি। এ সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানান তিনি।

তুরস্ক সফর প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজের প্রয়োজনে নয়, দেশ ও জনগণের স্বার্থে বিদেশে গিয়েছিলাম। যেখানে গিয়েছি, বাংলাদেশের মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, বিএনপির প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত নয়, জামায়াতও সময়মতো নিজেদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। “আমরা একা নির্বাচন করব না, বরং জাতীয় স্বার্থে সমন্বিতভাবে অংশ নেব,” যোগ করেন তিনি।

মতবিরোধ প্রসঙ্গে তিনি বলেন, “মতের ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ যেন না হয়—সেজন্য সবার সহযোগিতা চাই।”

শেষে তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনারা জাতির বিবেক। বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়তে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”