ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫,
সময়: ০৩:৫৮:৩৬ PM

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
05-11-2025 01:48:29 PM
রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।এ ঘটনায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিএনপির অফিসিয়াল প্যাডে প্রকাশিত এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন,

“আমি নিম্নস্বাক্ষরকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে।”

তিনি আরও বলেন,

“ফেসবুকে পোস্টকৃত উক্ত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”

সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,

“উল্লিখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া। আজ ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।”

বিএনপির দফতর সূত্র জানিয়েছে, দলটির পক্ষ থেকে এ ধরনের ভুয়া প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।