ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫,
সময়: ১০:৪১:৩৬ PM

উত্তরাধিকারে মনোনয়ন পেলেন ২৪ পরিবার

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-11-2025 09:16:29 PM
উত্তরাধিকারে মনোনয়ন পেলেন ২৪ পরিবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। দলটি এবারও ‘এক পরিবার, এক প্রার্থী’ নীতি অনুসরণ করেছে বলে দাবি করলেও দেখা গেছে, ২৪টি আসনে মনোনয়ন পেয়েছেন রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারগুলোর দ্বিতীয় প্রজন্মের সদস্যরা — যাদের বাবা ছিলেন সাবেক সংসদ সদস্য, মন্ত্রী বা দলের গুরুত্বপূর্ণ নেতা।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রজন্মের নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে দলের ‘অভিজ্ঞতা ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার’ অংশ হিসেবে। দলের শীর্ষ নেতৃত্বের বিশ্বাস, তরুণ প্রজন্মের এসব নেতা পুরোনোদের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যম — এই দুইয়ের সমন্বয়ে দলকে আরও শক্তিশালী করতে পারবেন।

মনোনয়ন পাওয়া অনেক প্রার্থীই বলেছেন, দলের আস্থা ও জনগণের ভালোবাসার প্রতিদান তারা মাঠের কাজে দিতে চান।


যাদের হাতে ধানের শীষ 

পঞ্চগড়–১:
সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমিরউদ্দিন সরকারের ছেলে মোহাম্মদ নওশাদ জমির প্রার্থী হয়েছেন। তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক।

নাটোর–১:
প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুল ধানের শীষের প্রার্থী। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

কুষ্টিয়া–২:
সাবেক এমপি আব্দুর রউফ চৌধুরীর ছেলে রাগীব রউফ চৌধুরী মনোনয়ন পেয়েছেন। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দুদকের প্যানেল আইনজীবী।

জয়পুরহাট–১:
প্রয়াত এমপি মোজাহার আলী প্রধানের ছেলে মাসুদ রানা প্রধান প্রার্থী হয়েছেন। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

যশোর–৩:
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত আবারও প্রার্থী হয়েছেন। তিনি বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক।

ঝিনাইদহ–৩:
সাবেক এমপি শহিদুল ইসলাম মাস্টারের ছেলে মেহেদী হাসান প্রার্থী হয়েছেন।

পিরোজপুর–২:
সাবেক এমপি নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আহমেদ সোহেল মঞ্জু সুমন মনোনয়ন পেয়েছেন।

মৌলভীবাজার–৩:
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান প্রার্থী হয়েছেন। তিনি জেলা বিএনপির সভাপতি ও দলের সংস্কারপন্থী ধারার একজন গুরুত্বপূর্ণ নেতা।


ঢাকায় সৌভাগ্যবান দুই তরুণ

ঢাকা–৪:
সাবেক এমপি সালাহউদ্দিন আহমদের ছেলে তানভীর আহমেদ রবিন ধানের শীষ প্রতীকে লড়ছেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব।

রবিন বলেন, “বাবার কাছ থেকে শিখেছি মানুষের পাশে থাকতে হয়। জনগণের পরামর্শ ও দিকনির্দেশনায় বিজয়ী হবো ইনশাল্লাহ।”

ঢাকা–৬:
সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন প্রার্থী হয়েছেন। ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী ছিলেন এবং পরে ট্রাইব্যুনালের রায়ে মেয়র ঘোষিত হয়েও শপথের সুযোগ পাননি।


ফরিদপুর ও মানিকগঞ্জের পরিচিত মুখ

ফরিদপুর–২:
সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক, পুনরায় প্রার্থী হয়েছেন।

ফরিদপুর–৩:
সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ প্রার্থী হয়েছেন।

মানিকগঞ্জ–২:
সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের ছেলে মঈনুল ইসলাম খান মনোনয়ন পেয়েছেন।

মানিকগঞ্জ–৩:
প্রয়াত এমপি হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খানম রিতা এবার বিএনপির প্রার্থী।


চট্টগ্রাম অঞ্চলে উত্তরাধিকার

চট্টগ্রাম–৫:
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে মীর হেলাল উদ্দিন প্রার্থী হয়েছেন।

চট্টগ্রাম–৭:
প্রয়াত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী প্রার্থী হয়েছেন।

চট্টগ্রাম–১৪:
সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


গাজীপুর, ময়মনসিংহ ও সিলেটে তরুণ প্রজন্ম

গাজীপুর–২:
সাবেক মেয়র আব্দুল মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনি প্রার্থী হয়েছেন।

গাজীপুর–৪:
সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ পুনরায় মনোনয়ন পেয়েছেন।

রিয়াজ বলেন, “বাবার মৃত্যুর পর থেকেই রাজপথে আছি। এই আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে চাই।”

ময়মনসিংহ–৯:
সাবেক এমপি আনওয়ারুল হোসেন খান চৌধুরীর ছেলে ইয়াসের খান চৌধুরী প্রার্থী হয়েছেন।

শেরপুর–১:
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা প্রার্থী হয়েছেন। তিনি দেশের সর্বকনিষ্ঠ প্রার্থীদের একজন।

শেরপুর–২:
সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ছেলে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী প্রার্থী হয়েছেন।

শেরপুর–৩:
সাবেক এমপি সিরাজুল হকের ছেলে মাহমুদুল হক রুবেল ধানের শীষের প্রার্থী।

সিলেট–১:
প্রয়াত এমপি খন্দকার আবদুল মালেকের ছেলে খন্দকার আবদুল মোক্তাদির চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, প্রার্থী হয়েছেন।


তরুণ নেতৃত্বের প্রতি আস্থা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন,

“প্রবীণদের পাশাপাশি নবীনদেরও দায়িত্ব নিতে হবে। আগামী দিনে তরুণরাই নেতৃত্ব দেবে। দল যাদের যোগ্য মনে করেছে, তাদেরই বেছে নিয়েছে — আমরা আশা করি তারা ভালো করবেন।”