দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী রোববার (৯ নভেম্বর) থেকে এই কর্মবিরতি কার্যকর হবে বলে জানানো হয়েছে।শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ।তিনি জানান, “দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া এবং পুলিশের হামলার প্রতিবাদে আমরা রোববার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব। একই সঙ্গে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে কর্মরত তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক, আর শিক্ষার্থী সংখ্যা প্রায় এক কোটি।
আগামী ১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এমন সময় শিক্ষকদের এই আন্দোলন ও কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।
অভিভাবকরা বলছেন, পরীক্ষার আগে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই তারা দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে ফিরে আসেন—এ দাবি জানিয়েছেন।