ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫,
সময়: ০২:০৭:১৬ AM

গৌরীপুর ও লাকসামে সংঘর্ষে সামিরা আজিম আহত ৪০

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
09-11-2025 09:41:47 PM
গৌরীপুর ও লাকসামে সংঘর্ষে সামিরা আজিম আহত  ৪০

 দেশের ২৩৭টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। এবার সেই উত্তাপ ছড়িয়েছে ময়মনসিংহের গৌরীপুর এবং কুমিল্লার লাকসামে। দুটি স্থানে সংঘর্ষে মনোনয়নপ্রত্যাশীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।রোববার (৯ নভেম্বর) সকালে ও সন্ধ্যায় পৃথকভাবে দুই জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহে ২০ জন এবং কুমিল্লায় আরও ২০ জন আহত হন।


গৌরীপুরে মনোনয়ন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

আমাদের ময়মনসিংহ প্রতিনিধি জানান, সন্ধ্যায় ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দলটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় একটি সমাবেশের মঞ্চ ভাঙচুরসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটে।

জানা গেছে, গৌরীপুর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন। এতে ক্ষুব্ধ হন মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। রোববার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইকবালের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হিরনপন্থীরা হামলা চালান।

পাল্টা হিসেবে ইকবালপন্থীরা হিরনের মহিলা সমাবেশে বিপুল ভাঙচুর চালান। এরপর এলাকায় ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, “সংঘর্ষ আপাতত থেমে গেছে, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।”


লাকসামে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

এদিকে সকালে কুমিল্লার লাকসামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে ও মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলাসহ অন্তত ২০ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছনগাঁও এলাকায় গণসংযোগে যান। এ সময় একই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দলটির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। স্থানীয়রা আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

সংঘর্ষের সময় একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।