ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫,
সময়: ১২:১৫:১৬ PM

জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-11-2025 10:16:53 AM
জোটবদ্ধ নির্বাচন করতে  আগ্রহী জাতীয় পার্টি
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব দল যখন ব্যস্ত তখন ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় জাতীয় পার্টি। অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। ‘গ্রিন সিগন্যাল’ মিললেই মাঠে নামবে দলটি। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিরও যেমন আসন সংখ্যা বাড়বে, তেমনি যে দলের সঙ্গে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে জাতীয় পার্টি সেই সংলাপে আমন্ত্রণ পাবে কিনা এখনো নিশ্চিত নয়।

নির্বাচন কমিশন বলছে, জাতীয় পার্টি নিজেদের অভ্যন্তরীণ সংকট সমাধান করে যদি ইসির দ্বারস্থ হয় তাহলে দলটির সঙ্গে সংলাপ বা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তাদের মধ্যে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে। এটা তারা ফয়সালা করলে কমিশন সিদ্ধান্ত নেবে। তথ্যসূত্র : বিবিসি বাংলা