ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫,
সময়: ০৯:৫৯:৩৭ PM

নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত পতিত সরকার:রিজভী

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
12-11-2025 07:58:00 PM
নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত পতিত সরকার:রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘পতিত সরকার আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত।’ বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমান আর্কাইভের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।রিজভী আহমেদ বলেন, “পতিত সরকার নির্বাচন বানচালের জন্য ওত পেতে আছে। তাদের ষড়যন্ত্রের আওয়াজ নিয়মিত শোনা যাচ্ছে।”তিনি আরও বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল সক্রিয় রয়েছে। তাদের মূল উদ্দেশ্য আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করা।”বিএনপির এ জ্যেষ্ঠ নেতা সতর্ক করে বলেন, “এই চক্রান্তের নেটওয়ার্ক শুধু ফ্যাসিবাদের সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং আরও কিছু অন্তর্ভুক্ত শক্তি এতে জড়িত।”নিষিদ্ধ ঘোষিত একটি দলের মানববিধ্বংসী কার্যক্রম নিয়ে গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন তিনি। রিজভীর প্রশ্ন, “কীভাবে কিছু গণমাধ্যম এমন ধ্বংসাত্মক কার্যক্রমকে ফলাওভাবে প্রচার করছে? যারা এসব প্রচার করছে, তাদেরও আইনের আওতায় আনা উচিত।”৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “গণঅভ্যুত্থানের পর অপরাধীদের পালিয়ে যাওয়ার কথা থাকলেও, উল্টো এখন তারা কারসাজি করেই যাচ্ছে। এতে সমাজে নেতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে।” অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই প্রকাশ করে।”