ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫,
সময়: ১২:৫১:১১ AM

নির্বাচিত সরকারই দেশকে স্থিতিশীল করতে পারবে:ফারুক

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
18-11-2025 09:31:14 PM
নির্বাচিত সরকারই  দেশকে স্থিতিশীল  করতে পারবে:ফারুক

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “দেশে শৃঙ্খলা ফেরাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মাদ ইউনূসের নেতৃত্বে অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন।”মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ীর ছাতারপাইয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের পক্ষে প্রচারণা চলাকালে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, “এবার দিনের ভোট দিনে হবে,দিনের ভোট রাতে হবে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখন আর শেখ হাসিনা নেই, নেই তার ‘হুন্ডা-গুন্ডা’। জনগণ নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।”

সাবেক এই বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করে বলেন, “ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি দল আমার মা-বোনদের বিভ্রান্ত করার চেষ্টা করছে—তাদের বলা হচ্ছে, তাদেরকে ভোট দিলে নাকি বেহেশ্তে যাওয়া যাবে। আমি বলতে চাই, বেহেশতের টিকিট বিক্রি করে লাভ নেই। বেহেশতের মালিক মহান আল্লাহ। মানুষের ঘরে ঘরে গিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। আল্লাহ যেন এমন কাউকে ক্ষমতায় না আনে, যারা ক্ষমতায় এসে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে।”

ধানের শীষ নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ধানের শীষ আমার না শহীদ জিয়ার? আমার না খালেদা জিয়া–তারেক রহমানের? আমাকে আপনারা পছন্দ না-ও করতে পারেন, কিন্তু যদি শহীদ জিয়ার দল করেন, সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পতাকার নিচে আসুন। ধানের শীষের বিরোধিতা করবেন না।”

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, “খালেদা জিয়া ও তারেক রহমান ধানের শীষ আমাকে তুলে দিয়েছেন।অবাধ সুষ্ঠু ভোট হলে তারেক রহমানই আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।আর যদি আপনারা আমাকে ভোট দেন আমি হব আপনাদের ভোটে নির্বাচিত এমপি।”