ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫,
সময়: ০৯:৩৮:২৫ PM

লালদিয়া ও পানগাঁও বন্দর চুক্তি নিয়ে উদ্বেগ লেবার পার্টির

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
21-11-2025 09:19:05 PM
লালদিয়া ও পানগাঁও বন্দর চুক্তি নিয়ে উদ্বেগ লেবার পার্টির

লালদিয়া ও পানগাঁও বন্দরের পরিচালনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বিষয়ে গোপন বা অস্বচ্ছ আলোচনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান। ২১ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ লেবার পার্টির প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান সাক্ষরিত এক বিবৃতিতে ইরান বলেন- গোপনীয় ভাবে অস্বচ্ছ প্রক্রিয়ায় এ ধরনের বন্দর হস্তান্তরের উদ্যোগ দেশের জাতীয় সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিপজ্জনক সংকেত। ইরান আরো বলেন- বন্দর শুধু ব্যবসার জায়গা নয়; এগুলো দেশের কৌশলগত সম্পদ। তাই এগুলো নিয়ে গোপনে আলোচনা বা তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া জাতির জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। বাংলাদেশের বন্দর পরিচালনা করার মতো দক্ষতা ও অভিজ্ঞতা দেশেরই আছে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নেওয়া যেতে পারে, কিন্তু নিয়ন্ত্রণ ও সিদ্ধান্তের ক্ষমতা কোনোভাবেই বিদেশিদের হাতে দেওয়া যাবে না।

অবিলম্বে গোপন সমঝোতা ও অস্বচ্ছ চুক্তি বাতিলের দাবি জানিয়ে ইরান বলেন- জাতীয় সম্পদ নিয়ে গোপন সমঝোতা দেশের মানুষ মেনে নেবে না। লালদিয়া ও পানগাঁও বন্দর দেশেরই সম্পদ, তাই এগুলো অবশ্যই রাষ্ট্রের নিয়ন্ত্রণেই থাকতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে স্বচ্ছতা বজায় রাখার এবং সব তথ্য জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানান।