ঢাকা, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৬:১৯:১৭ AM

পর্তুগালের লিসবন মাতাবেন আসিফ

লিসবন থেকে হাফিজ আল আসাদ
14-07-2024 10:36:55 AM
পর্তুগালের লিসবন মাতাবেন আসিফ

দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী শহর লিসবন মাতাতে আসছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। আসছে ২৪ জুলাই লিসবনের লিসবুয়া এও ভিভা কনসার্ট হলে এ আয়োজন করতে যাচ্ছে প্রবাসীদের সংগঠন ‘কুমিল্লা উত্তর কমিউনিটি অব পর্তুগাল’।এ উপলক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় লিসবনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন তারা।সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি মো. এনামুল হকের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ টিটু।তিনি বলেন, “আসিফ আকবর পর্তুগাল আসবেন ২৩ জুলাই এবং ২৪ জুলাই লিসবনের লিসবুয়া এও ভিভা কনসার্ট হলে যোগ দেবেন। কুমিল্লা উত্তর কমিউনিটি আয়োজন করলেও এই কর্মসূচি সব প্রবাসীদের জন্য উন্মুক্ত।”টিটু আরও বলেন, “নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা ইনডোর প্রোগ্রাম হাতে নিয়েছি, যার ফলে কনসার্ট হলটিতে শুধু দেড় হাজার দর্শক প্রবেশ করতে পারবেন।”এদিকে কণ্ঠশিল্পী আসিফ আকবর তার ভেরিফাইড ফেইসবুক পেইজে ঢাকায় স্পেন দূতাবাস থেকে ভিসা পাওয়ার কথা জানিয়েছেন। ১৩ জুলাই তিনি স্পেন আসবেন এবং সেখান থেকে প্রতিবেশী দেশ পর্তুগাল আসবেন বলে জানিয়েছেন।

কনসার্টে টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ ক্যাটাগরিতে। তার মধ্যে ২০০ টিকেট ভিআইপি, যার মূল্য ২৫ ইউরো। তাছাড়া যারা পরিবার নিয়ে আসতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে গোল্ডেন সার্কেল গ্রুপ যার টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ ইউরো করে। পাশাপাশি সবার জন্য ৮০০ সাধারণ ক্যাটাগরির টিকেট রাখা হয়েছে, যার মূল্য সর্বনিম্ন ১০ ইউরো।আয়োজকরা জানান, মনের খোরাক হলো সংস্কৃতি, তাই প্রবাসীদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি।