ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫,
সময়: ১০:৪০:১৮ PM

‎লালমনিরহাটে-৩ আসনে ১৭ জনের মনোনয়নপত্র গ্রহণ

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
24-12-2025 07:34:48 PM
‎লালমনিরহাটে-৩ আসনে ১৭ জনের মনোনয়নপত্র গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পি, আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জনতার দল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ ও স্বতন্ত্রসহ মোট ১৭টি মনোনয়নপত্র লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার, পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ এবং আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে গ্রহণ করেছে। এদের মধ্যে সংসদীয় আসন ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৮জন, ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ৭জন, ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন ২জন।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছেন তাঁরা হলেন- সংসদীয় আসন ১৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা): বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম রাজু, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের হাবিব মোঃ ফারুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পির মোঃ হাসান রাজীব প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ফজলুল করিম শাহরিয়ার, আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) মোঃ আবু রাইয়ান আশয়ারী, স্বতন্ত্র শিহাব আহমেদ, আবু সামা মোঃ রেদওয়ানুল হক, মোঃ রেজাউল করিম সরকার। এটি লালমনিরহাট জেলার একটি গুরুত্বপূর্ণ আসন। লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা ২টি উপজেলার ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট-১ আসনটি। জাতীয় সংসদের ১৬তম আসন এটি। এখানে মোট ভোটারের সংখ্যা ৪লাখ ৩হাজার ৫শত ৬৩জন। নারী ভোটার ২লাখ ৮শত ৫৯জন ও পুরুষ ভোটার ২লাখ ২হাজার ৭শত ২জন এবং হিজরা ভোটার ২জন। আগের নির্বাচনে ভোটার তালিকায় এর সংখ্যা ছিল ৩লাখ ৭৫হাজার ৯শত ৯২জন।

সংসদীয় আসন ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী): আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি)র মোঃ বাদশা মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান, জনতার দলের মোঃ শামীম কামাল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পির মোঃ রোকন উদ্দীন বাবুল, স্বতন্ত্র মোঃ মমতাজ আলী, মোঃ আব্দুর রহমান। এটি লালমনিরহাট জেলার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ আসন। লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ ২টি উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসনটি। জাতীয় সংসদের ১৭তম আসন এটি। এখানে মোট ভোটারের সংখ্যা ৪লাখ ৩২হাজার ৯শত ৬৩জন। নারী ভোটার ২লাখ ১৫হাজার ৭শত ৫৮জন ও পুরুষ ভোটার ২লাখ ১৭হাজার ২শত ২জন এবং হিজরা ভোটার ৩জন। আগের নির্বাচনে ভোটার তালিকায় এর সংখ্যা ছিল ৪লাখ ১হাজার ৬শত ৫৭জন।

‎সংসদীয় আসন ১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর): বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বি.এন.পির আসাদুল হাবিব দুলু। এটি লালমনিরহাট জেলার সদরের একটি গুরুত্বপূর্ণ আসন। লালমনিরহাটের সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত লালমনিরহাট-৩ আসনটি। জাতীয় সংসদের ১৮তম আসন এটি। এখানে মোট ভোটারের সংখ্যা ৩লাখ ৭হাজার ৯শত ৭০জন। নারী ভোটার ১লাখ ৫৩হাজার ৮শত ৫জন ও পুরুষ ভোটার ১লাখ ৫৪হাজার ১শত ৬৩জন এবং হিজরা ভোটার ২জন। আগের নির্বাচনে ভোটার তালিকায় এর সংখ্যা ছিল ২লাখ ৮৫হাজার ৩শত ৮৭জন।

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ১৬ লালমনিরহাট ১ নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৩হাজার ৫শত ৬৩জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১শত ৩৭টি। কক্ষের সংখ্যা ৭শত ৮১টি। ১৭ লালমনিরহাট ২ নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ৪লক্ষ ৩২হাজার ৯শত ৬৩জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১শত ৫৫টি। কক্ষের সংখ্যা ৮শত ২০টি। ১৮ লালমনিরহাট ৩ নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ৩লক্ষ ৭হাজার ৯শত ৭০জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯৪টি। কক্ষের সংখ্যা ৫শত ৯৫টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের ৩টি নির্বাচনী এলাকায় মোট ভোটার ১১লক্ষ ৪৪হাজার ৪শত ৯৬জন। সম্ভাব্য চূড়ান্ত ভোট কেন্দ্র ৩শত ৮৬টি ও কক্ষ ২হাজার ১শত ৯৬টি।