ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫,
সময়: ০১:১০:১৮ AM

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
14-03-2025 12:27:39 PM
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে তারা সড়ক অবরোধ করেন।এতে ওই মহাসড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন এই পথে চলাচলকারী যাত্রীরা।কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুরের তেলিপাড়া এলাকায় ‘স্মাগ সোয়েটার লিমিটেড’ নামের একটি কারখানা রয়েছে। ওই কারখানায় আড়াইশ থেকে তিনশ শ্রমিক কাজ করেন। তাদের ঈদ বোনাস দেওয়া হয়েছে ২৫ শতাংশ হিসেবে। কিন্তু শ্রমিকরা ৫০ শতাংশ বোনাস দাবি করেছেন।কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় প্রথমে শুক্রবার সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে তেলিপাড়া এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।শ্রমিকরা জানান, ঈদ বোনাস বৃদ্ধিসহ ওভারটাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটি দেওয়াসহ ১৪ দফা দাবিতে তারা সকাল থেকে বিক্ষোভ করছেন।গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বলেন, শ্রমিকদের সময়মতো বেতন দেওয়া হয়েছে। সরকার নির্ধারিত হিসেবে বোনাসও দেওয়া হয়েছে। তারপরও তারা বেশি বোনাস দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছেন। তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।