ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫,
সময়: ০৬:৪৬:৪৮ PM

দশম গ্রেডর দাবিতে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-11-2025 01:28:28 PM
দশম গ্রেডর দাবিতে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন

কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পাওয়ায় আবারও আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।এর আগে, শুক্রবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো—
১️⃣ সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করা,
২️⃣ চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, এবং
৩️⃣ শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (শাহিন-লিপি) সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, শনিবার শহীদ মিনারে প্রায় ২০ হাজার শিক্ষক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। এবার অধিকার নিশ্চিত করেই ঘরে ফিরব।”

দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত রয়েছেন।

প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে ১১তম গ্রেডে থাকা প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে থাকা সহকারী শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার ঘোষণা দেয়। তবে এই সিদ্ধান্তে অসন্তুষ্ট সহকারী শিক্ষকরা দাবি জানিয়ে আসছেন—তাদের বেতনও সরাসরি দশম গ্রেডে উন্নীত করতে হবে।

আন্দোলনে অংশ নিচ্ছে একাধিক সংগঠন, যার মধ্যে রয়েছে—বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।