ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫,
সময়: ০৮:৪৬:১২ PM

মতলবে শিক্ষার আলো ছড়াচ্ছে তা' লীমূল কুরআন

জেলা সংবাদদাতা।। দৈনিক সমবাংলা
19-11-2025 06:33:47 PM
মতলবে শিক্ষার আলো ছড়াচ্ছে তা' লীমূল কুরআন

গ্রামে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার আলো ছড়াতে বড় কিনাচক  কয়েকজন যুবক মিলে প্রতিষ্ঠা করেন বড় কিনাচক তা'লীমূল কুরআন নামে মাদ্রাসা।২০১৯ সালে  মাদ্রাসাটি প্রতিষ্ঠিত  করেন বড়কিনাচক গ্রামের কিছু যুবক মিলে। বর্তমানে মাদ্রাসাটি অবস্থান চাঁদপুর জেলাধীন মতলব উত্তর থানার বাগানবাড়ি ইউনিয়নের বড় কিনাচক গ্রামে।মাদ্রাসাটি মূল অর্থ দাতা ও  বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইদুল এই গ্রামেরই সন্তান।  তিনি বলেন এই প্রতিষ্ঠানটি মাদ্রাসা নামে হলেও এখানে আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের পাঠদান করা হয় এবং গরীব, এতিম, ঝড়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে দুনিয়া ও পরকালে কল্যাণ  সাধন করাই এর উদ্দেশ্য। প্রতিষ্ঠানটি বর্তমানে ৮২ জন    আবাসিক শিক্ষার্থী পড়াশোনা করছে, তার মধ্যে নুরানি ( কিন্ডারগার্টেন) শাখায় ৫৫ জন, হেফজ শাখায় ১৮ জন ও কিতাব শাখায় ৯ জন। প্রতিদিন তাদের খাওয়া খরচ মাদ্রাসা  পরিচালনা কমিটি বহন করছে। 

মাদ্রাসার মুহতামি( অধ্যক্ষ) মাওলানা হাফিজুর রহমান জানান মাদ্রাসাটিতে বর্তমানে ৭ জন শিক্ষক কর্মচারী কর্মরত  আছেন। তিনি আরো  বলেন আমরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও ইংরেজিতে দক্ষ করার জন্য সার্বক্ষণিক একজন ইংলিশ শিক্ষক নিয়োজিত  আছেন এবং সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ দেওয়া হয়। 

মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট ও পরিচালনা কমিটি সদস্য যুবক মোঃ তৌহিদ জানান আমরা নিজ উদ্যোগে ও কিছু দানশীল ব্যক্তির সহযোগিতায় মাদ্রাসার ৭ তলা ফাউন্ডেশনের ভবনের কাজ দুই তালা পযন্ত সম্পন্ন করেছি বাকী কাজ চলমান আছে।

মাদ্রাসার পরিচলনার সাথে জড়িত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নজরুল ইসলাম  বলেন, আমরা কোন সরকারি অনুদান ছাড়াই ৭ তলা নির্মাণাধীন ভবনে প্রায় দেড় কোটি টাকা  কাজ করেছি।

আরেক যুবক জয়নাল আবেদিন বলেন, আমরা উপজেলা প্রশাসন ও সরকারের কাছে দাবি করছি যাতে ভবনে বাকি কাজ সম্পন্ন করতে আর্থিক  সহযোগিতা করেন।